কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

    ছন্দের বন্ধনে



   ঘটে ঘাটে তরী লইলো সুধারস ভরি

  আঙিনায় দিকভ্রান্ত তাই বঙ্গ সুন্দরী। 


    রূপ রসে ডুবে ছুটিছে প্রলয় বেগে

   দিগন্ত অসংযত উন্মত্ত আবেগে। 


 গগনে গগনে দেখি কী অপরূপ শোভা

  সমতল ছন্দে কত মনোলোভা! 


  অসীম গগন আসে যদি কোনও ক্ষণে

  যতনে রেখো ধরি তারে সেই ক্ষণে। 


 কাঁটাতারে বন্ধ দুয়ার যা হয়েছে তাই হবার

 কটাক্ষে ফেলি দিলে মরিবেও তুমি দু'বার


কাব্য ঘোর অতি কাননে দেখিবে না ফুল ফুটি

লও গো স্মরণ তার চেয়ে খুঁজে বসতি। 


 দৈব্যের শাস্তি পাইবে তুমি সবখানে

  গান থেমে যাবে ধরিবে না কুসুম বনে।। 


 যারা বলিছে মোরে এমন চলিবে না

ঘোমটা খুলে দিয়ে কি হয় সাধনা? 


ফল ফুল মাঠ ঘাট সবই তো ঠাট বাট

ছি ছি কেন করিতেছ মারো দুই হাত। 


বচন যদি ফিরে ফিরে চলে যায়

কী হেতু লেখনীর গূঢ় সমস্যায়? 


অমৃত যা উঠে আসে কর তাই পান

জীবন মরনে যাও করে দান।। 


আর কহিবো না হে কবি ভাই

যেমন চলছে চলুক দেখুক সবাই।।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র