Sunday, August 15, 2021

কবি চিত্তরঞ্জন সাহা -এর একটি ছড়া

 শীতটা আসে



  শীতটা আসে

  সূর্য হাসে

  লুকিয়ে মেঘের কোলে,

  শিশির ঝরে

  ঘাসের পড়ে

  যেন হাওয়ায় দোলে।


  খেজুর গাছে

  কলসী আছে

  রস পড়ে টুপ করে,

  পুলি পিঠা

  বড্ড মিঠা

  ধুম পড়ে যায় ঘরে।


  শীতটা মানে

  কষ্ট প্রানে

  শরীরখানা কাঁপে

  সবাই তখন 

  ছোটে তখন

  মিঠেল রোদের তাপে।

No comments: