মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
শীতটা আসে
সূর্য হাসে
লুকিয়ে মেঘের কোলে,
শিশির ঝরে
ঘাসের পড়ে
যেন হাওয়ায় দোলে।
খেজুর গাছে
কলসী আছে
রস পড়ে টুপ করে,
পুলি পিঠা
বড্ড মিঠা
ধুম পড়ে যায় ঘরে।
শীতটা মানে
কষ্ট প্রানে
শরীরখানা কাঁপে
সবাই তখন
ছোটে তখন
মিঠেল রোদের তাপে।
Post a Comment
No comments:
Post a Comment