Monday, August 16, 2021

কবি আশীষ কুণ্ডু -এর একটি কবিতা

 লাইন অফ কন্ট্রোল



আকাশ একটাই,পৃথিবী একটাই-

হাওয়া এখানেও আর ওখানেও এক!

নদী জানে না দেশের সীমা ,

বয়ে যায় এদিক থেকে ওদিকের মাটি ভিজিয়ে,

একটাই সূর্য ভোরের আকাশ আঁকে,

মা চাঁদকে ডাকে, শিশু হাসে ,এদিকে ওদিকে

জানে না ওই পাখিটা বায়ুসীমায় বাঁধা দেশকে,

সমুদ্রের গর্জন সব পাড়েই এক থাকে

ঢেউ এসে খেলে ভাঙাগড়া ,

জল তার নোনতা স্বাদে এখানেও ওখানেও-

যখন ঝরে রক্ত,তার রং লাল-

এদেশে ওদেশে, চিরকাল , 

অতীত থেকে ভবিষ্যৎ পাতায়,

গাছেরা ছায়া দেয় , এদেশে , ওদেশে-

মেঘেরা বায়ুসীমা উল্লঙ্ঘন করে

বৃষ্টিরও নেই কোনো ভেদাভেদ 

খিদের আগুন জ্বলে , গরীবের এখানে ওখানে

তবুও কেন বিষ মনের কোনে এখানে, ওখানে?

অহং, নাঃ , ক্ষমতার আস্ফালন?

না, ধর্মের বুজরূকি, কোনটা

মানুষ আগে ,না ধর্ম আগে, না দেশ

বড় কোনটা?, গুলিয়ে যায় -

দেশের লাইন অফ কন্ট্রোলে!

No comments: