ঘর দখল
ভুলিয়ে দেয় সব
চোখের জল বিন্দু হতে হতে
আবার,
নতুন ভালোবাসার জন্ম হয়
মুখ ঘোরালেই
অপেক্ষা করে ...
এক দুইয়ের নামতা
ভালোবাসার লড়াইয়ে
তুমি জয়ী
দীর্ঘপথ ----
পথিক ঘরে ফেরে
আমরা অবাক
ঘুড়ি উড়ছে
সুতোরা যে যার লাঠাইয়ে
কেউ জানেনা কার ঘুড়ি
কার ঘর দখল করবে
তবুও উচ্চস্বরে
ভোকাট্টা ____
No comments:
Post a Comment