মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
মা
সারারাত সেলাই করছে কাঁথা
টুকরো-টুকরো ছেঁড়ামেঘ জুড়ে
একটি আকাশ শুধু মমতার সুতো দিয়ে গাঁথা
আমাদের আকাশটুকু জ্যোৎস্না ভরে থাক
নক্ষত্রফুল ফোটাক আমাদের সর্বংসহা মা ।
Post a Comment
No comments:
Post a Comment