Monday, August 23, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 মা


 সারারাত সেলাই করছে কাঁথা

 টুকরো-টুকরো ছেঁড়ামেঘ জুড়ে

 একটি আকাশ শুধু মমতার সুতো দিয়ে গাঁথা

 আমাদের আকাশটুকু জ্যোৎস্না ভরে থাক

 নক্ষত্রফুল ফোটাক আমাদের সর্বংসহা মা ।

No comments: