Monday, August 23, 2021

কবি আবদুস সালাম -এর একটি কবিতা

 সংবিধান ও আমরা



সভ্যতার প্রতি রাতে ক্ষরণ হয় রক্ত

অস্তিত্ব ক্ষয়ের পতাকা ওড়ে

মিথ্যে পরিচয় দিয়ে ধার্মিক সাজি

নামাবলী দিয়ে ঢেঁকে নিই সংবিধানের পাতা

রাত গভীর হলে মানুষ পোড়া গন্ধে বাতাস ভারী হয়

মরা মাঠে জেগে ওঠে ধার্মিক ভূগোল আর নষ্ট সময়ের কলঙ্কিত দলিল


No comments: