Monday, August 16, 2021

কবি সুজিত রেজ -এর একটি কবিতা

 অন্তর্লীনা



দ্বিধা করিনি কোনদিন, যা কিছু দেওয়ার ছিল

                                           দিয়েছি তোমাকে।

দু'হাত উজাড় করে অথৈ লাবণ্যপূর্ণ প্রাণ,

সহজ সতেজ জীবনের সরল কমা-কোলন।


কিছুটা প্রাণের গুঁড়ো পারো তো মাখিয়ে দিয়ো।

চোখের কোলের চিকচিক খুশিবালি বিলিয়ে দিয়ো।

রৌদ্রের পালক-বিছানায় আমাকে সঙ্গী কোরো।


কী করে বোঝাব তোমায় 

                                   তুমি অপরিহার্য আমার!

বোঝো না বোঝো আমি কান পেতে রই,

নখের কিনার খুঁড়ে মনের মিনারতলে

                                          কুতুবমিনার গড়ি,

টান করা চিবুক ধরে অগণন নক্ষত্র চুপচুমু খায়।

No comments: