Sunday, August 15, 2021

কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি কবিতা

 সুরের স্বরলিপি 


বাকল-মোচন আছে বলেই, ছাগল-মুড়ি গাছেও

ফোটে নক্ষত্রের মতো স্বপ্নের সোনালি মুকুল।

তা হলে কি দৃষ্টি বিভ্রম?

সেও এক ভালো,

স্মৃতি -লোপ হলে মুছে যেত মনের ভেতরে

জেগে থাকা মানুষটির কথা ।

দেখি গাছের ভেতর থেকে রোজ বেরোয় একটি মানুষ

পাশে বসতেই ছায়া দেয় প্রিয় বৃক্ষ টি ।

জীবন চক্র, সে তো জন্ম-মৃত্যুর মাঝখানে

তুলে ধরা কিছু সোনালি ফসলের জীবন্ত অক্ষর,

সুখ আর দুঃখ এক-থালায় না-খেলেও খাবার

এক-উঠোনেই পাতে খেলনা-ঘর।

প্রেম,শুধু প্রেমের কাঙালিপনায় তৃষিত ঠোঁট

কষ্টের কাঁটা বাছতে বাছতে, আশার আঙুল

বীণার তারে তারে বাজাতে পারে বাঁচার স্বরলিপি সুর।

পাখিদের কথোপকথন শেষে

ফেলে যাওয়া প্রদীপ্ত সবুজ কনা

দুহাতে কুড়োই মগ্ন অবহাগনে

ছড়িয়ে মুঠো মুঠো বৃক্ষ হয়ে আঁকড়ে ধরি উঠোন-মাটি।

No comments: