Sunday, August 29, 2021

কবি মিঠুন রায় -এর একটি কবিতা

রম্যগাঁথা



মন চায় আমার 

 দুহাতে ধানের শীষকে জড়িয়ে ধরতে

আবেগ যে জড়িয়ে আছে এখনো,

চারদিকে কলমীর শাকের মতো লতানো ঘ্রাণ আমাকে গ্রাস করতে চায়

আমি পিছিয়ে যাই শুধু ইচ্ছে করেই।

কেননা,ভালোবাসার ব‍্যাকরণ যে আমি বুঝিনা।

ভালোবাসা যে আমার কাছে ছেঁড়া পোষ্টারের মতো, 

যার কোনো অভিমান নেই।

শুধু বহন করে অতীতের ধূসর সাক্ষ‍্য,

কানে কানে যেন বলে দেয় অভিমানের ঝরা বকুলের রম‍্যগাঁথা।

No comments: