Monday, August 16, 2021

কবি রফিকুল রবি -এর একটি কবিতা

 প্রত্যাক্ষিত গোলাপ



প্রত্যাক্ষিত গোলাপ তখন ফুলনামায় সিদ্ধ খুনি।

ক্ষণ-পল-ক্ষণ দিন পুঞ্জিকা দেখে সময়ের সেকেন্ড, মিনিট, ঘন্টা গিলে ক্ষত-বিক্ষত, ছিন্নভিন্ন করে প্রেমিক হৃদয় ততোবার ঠিক যতোবার তার পুনর্জন্ম হয়।


তখন জল শূন্য চোখ, চাতক মুখে যেনো সে নির্বিকার একটা মানুষ মাত্র। খুনি গোলাপের নিচে দেয় আত্মদান ।


নষ্ট মস্তিকের ভ্রষ্ট রাস্তায় বিষাক্ত গোলাপ নির্যাস ঢালে অবলীলায় যেমন সক্রেটিস পান করেছিল হেমলক।

No comments: