Sunday, August 15, 2021

কবি বদ্রীনাথ পাল -এর একটি ছড়া

 কবিতা ও ছড়া

                   


কবিতা টেরিয়ে বলে "শোন্ ওরা ছড়া-

সহজেই যায় দেখি তোকে ভাঙা গড়া !

সোজা নয় মোটে দ্যাখ্ আমাকে তো ছোঁয়া-

আমাকে বুঝতে লাগে মগজেতে ধোঁয়া"।


ছড়া হেসে বলে "ভাই, আমি এলেবেলে-

তাই তো সবার মুখে ফিরি হেসে খেলে !

সহজ সরল তাই ভালোবাসে লোকে-

কয়জনা মনে রাখে বল্ দেখি তোকে"?

No comments: