কবি বদ্রীনাথ পাল -এর একটি ছড়া

 কবিতা ও ছড়া

                   


কবিতা টেরিয়ে বলে "শোন্ ওরা ছড়া-

সহজেই যায় দেখি তোকে ভাঙা গড়া !

সোজা নয় মোটে দ্যাখ্ আমাকে তো ছোঁয়া-

আমাকে বুঝতে লাগে মগজেতে ধোঁয়া"।


ছড়া হেসে বলে "ভাই, আমি এলেবেলে-

তাই তো সবার মুখে ফিরি হেসে খেলে !

সহজ সরল তাই ভালোবাসে লোকে-

কয়জনা মনে রাখে বল্ দেখি তোকে"?

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024