কবি ক্ষুদিরাম নস্কর -এর একটি কবিতা
শেষ বয়সের ছুটি
মায়ের পিঠে ঢুলছে খোকা
ঝুলছে ঘুমের মজা
পেটের জ্বালায় মায়ের মাথায়
মস্ত ইটের বোঝা
ঘাম ঝরা সেই দিনের শেষে
যে টুক পয়সা মেলে
সব চলে যায় চালে-ডালে
লঙ্কা,লবণ,তেলে।
তার থেকেও বাঁচায় কিছু
শিখবে পড়া ছেলে
মানুষ মতো মানুষ হবে
হয়তো সুযোগ পেলে।
থাকবে না আর অভাব তাদের
ফুরাবেনা রুটি
চাকরিজীবীর মত পাবে
শেষ বয়সে ছুটি।
স্বপ্ন সবার সত্যি হয় না
কষ্টো আরো শেষে
খোকার চাকরি মস্ত বড়
ফিরতে দেয় না দেশে।
Comments