Monday, August 23, 2021

কবি সুজিত রেজ -এর একটি কবিতা

 পুরুলিয়া



ঝালদা-হাঁড়িতে দু'টাকা কিলো চাল ফুটছে

অন্নপূর্ণা মন্ত্র উচ্চারণ করতে করতে

গড় পঞ্চকোটের ভগ্ন স্তম্ভ চোঁয়া লাল জলে

আদিবাসী নৃত্যের তালে তালে


মহুয়া মাতালের পদক্ষেপে

দুর্গা ফলস্ ঝরে পড়ছে অস্ট্রিক শব্দমালায়


গরম পিচচুমায়

বান্দোয়ানের দলছুট হাতির পায়ে ফোস্কা-জ্বালা


রাঁচি-হাতিয়া এক্সপ্রেস থেকে

পিলপিল করে নেমে আসছে

শালপ্রাংশু দেশোয়ালি


অযোধ্যা পাহাড়ের পদচাতালে ঝুঁকে পড়া রোদ

শুষে নিচ্ছে রামের ছৌমুখোশ

No comments: