পূর্ণিমায় রাখি
আমি হিন্দু, তুমি মুসলিম
তাতে নেই কোনো ক্ষতি।
সম্পর্ক যদি ভাইবোনের হয়
স্বয়ং বিধাতা দেবেন মতি।
রাখির সুতোয় জীবন বাঁধবো
তোমার মতো ভাইয়ের।
সে জাতিতে হোক না মুসলিম!
ভাই বলে ডেকেছি তাদের।
সহোদর ভাই থাকবে পাশে
তুমিও থেকো আদরে।
প্রীতির রাখি জড়াবো হাতে
পূর্ণিমার দিন সাদরে।
No comments:
Post a Comment