Monday, August 23, 2021

কবি অভিজিৎ হালদার -এর একটি কবিতা

 কি দোষ ছিল



আকাশে ঘন মেঘ

চারিদিকে ঘন অন্ধকার

বাতাসের ঘনঘটা বয়ছে,

মেঘের নীচে চাঁদ ঢাকা

ধীরে ধীরে বৃষ্টি নামছে,

মেঘেদের আনাগোনা বাড়ছে

থেমে থেমে শীতল হাওয়া বয়ছে।

উত্তরের জানালার কপাট টা নড়ছে

ঠিক এই মূহুর্তে একটা বিশাল শব্দ!

আকাশের দিকে তাকিয়ে আছি।

বাহিরের নিম্ গাছটা নিত্তেজ 

বাজ পড়ে গাছটি শেষ?

বেঁধে ছিল একটা পাখি বাসা

মরে পড়ে আছে পাখিটি

গাছের তলায়!

এলোমেলো খড় ছিটিয়ে আছে

মনে হচ্ছে পাখিটি কাঁদছে।

গাছের তলায় তাকিয়ে দেখি

সবে ফোটা সদ্য বাচ্চা দুটি

মরে শক্ত কাঠ হয়ে গেছে।

কি কারণে জানিনা তাদের দোষ?

বিধির বিচার চেয়ে।

নীরব‌ সেই ভোরের সকালটা-

ভোর হলে যে পাখিটা

রোজ এসে বসতো আমার

এই নিম গাছের ডালে।

হঠাৎ একদিন বেঁধে ছিল সে

আমারই গাছেতে বাসা;

জানিনা কি কারণে এমন হলো!

প্রতিদিন ভোর আসে

আজও খালি আছে

সেই জায়গা!


No comments: