কবি মিলি দাস -এর একটি কবিতা
বিশ্বাস
ছন্দপতন হবে না কখনো
এমন কি আর সবসময় তে হয়?
শোকের ছায়া পড়বে না জীবনে
এমনটা সুখ কজনার বা সয়?
জীবনটা যে ভাঙা গড়ার খেলা
ভালো মন্দ সবটা মিলে মিশে,
খারাপ যদি কেউ বলে কখনো
ভোরের আলো অন্ধকারের শেষে।
বহু ক্ষত অন্তরেতে জমে
জোয়ার ভাটার মত ছন্দমিলে
রাত্রিবেলা হয়তো ধূসর লাগে
স্পষ্ট হয় ভোরের শুকনো বিলে।
দুঃখ পোষা মুখ কি লাগে ভালো?
একটুখানি সুখের ছোঁয়া নাও
রঙিন হবে রুক্ষ্ম মধুর জীবন
ক্ষত মুছে শিশিরে পা দাও।
ছন্দপতন হবে না কখনো
শুন্য তুমি পুণ্য হবে গুনে
সম্পর্কে বেঁধে আছি দুজন
শুনতে পাচ্ছ শব্দ করছে ভ্রূণে।
Comments