পঞ্চম সংখ্যার সম্পাদকীয়
সম্পাদকীয়
যমুনা নদীর জলের রং কালো না নীল সেই নিয়ে তর্ক করে লাভ নেই। সাহিত্যে কল্পনা লোক এর স্থান অনস্বীকার্য। তাই সাহিত্যে কেউ যমুনার রং কালো কিংবা নীল রং ব্যবহার করুক তাতে কিছু যায় আসে না। গুরুত্ব তো শুধু ভাষা ও শব্দের খেলায়। প্রেমের আসল রং খুঁজতে খুঁজতে কত কবি রসের শব্দে মেতেছেন সেই নিয়ে কি কেউ পর্যালোচনা করেছেন। তাই লিখুন ভালোবাসা নিয়ে। এগিয়ে চলুক আমাদের সকলের সাহিত্য যাত্রা।
ধন্যবাদান্তে
World Sahitya Adda Team
___________________________________________________
Comments