Sunday, August 29, 2021

কবি তীর্থঙ্কর সুমিত -এর দুটি কবিতা

 ভালোবাসার জলাশয়


হাতে হাত ---

উড়ে বেড়ায় স্বপ্ন

চোখ খুললেই পৃথিবী জেগে ওঠে

কিছু বাকি রয়েই যায়

বিবর্তন শুধু শরীরের ___

হাত,পা,মুখ

এবার একটা ইতি টানতে হয়


হাঁস ভেসে যায় ভালোবাসার জলাশয়।

-----------------------------------------------------------------------


স্বপ্নের ফেরিওয়ালা



কত স্বপ্ন বিক্রি হয়ে যায়

সকাল বিকেল প্রতিনিয়ত ...

ধূসর স্বপ্ন গোধূলি আঁকে ঝাঁকা ভরে

ভালোবাসার রাজপ্রাসাদে চিকন হাওয়া

অনন্ত যাত্রাপথে সঙ্গীহীন নৌকা একাকী

ফিরে আসে তার গন্তব্যে 


এভাবেই কেটে যায় কত জীবনের ট্যাজেটি। 

No comments: