অভিমানী মন
অভিমান কার ওপর করব
কাকে জানাব হাহাকার।
কার কাছে ভালোবাসার দাবী করব
কেউ তো নেই সুহৃদ আমার।
চেনা মুখের আড়ালে অচেনার বাস
কোন্ মনে মন নেবে আশ্রয়।
ভীড়ের মাঝে আমি একা
কোথায় আমার নিজের আলয়।
শূন্য আমার ভালোবাসার ঝোলা
কাউকেউ দেবার কিছু নেই।
নিঃস্ব আমি, ঝরা ফুল,
জানি কারো প্রয়োজন নেই।
এসেছি একা, যাব একা
একা কাটাব জীবন।
No comments:
Post a Comment