Monday, August 9, 2021

কবি আবদুস সালাম -এর একটি কবিতা

 শূন্যতার গা ঘেঁষে


বিশ্বাসের দরজায় বিড়ম্বনা তুলছে মাথা

আটপৌরে জীবন

নেমে আসে দ্বিধা দ্বন্দের নিত্যসমাস

শূন্যতার ভিতর লেপ্টে যায় নিষ্ঠুরতার সন্যাসী অভিযান


প্রাত্যহিক জীবনে দল বেঁধে অভাবেদের যাওয়া আসা মন্দ লাগে না

মৃত্যু এখন সহজ লভ্য অহংকার

ঘরে ঘরে জ্বলে দুঃখের উনুন

বিবর্তনের গা ঘেঁষে পুড়ে যায় চিতা ভর্তি শ্বাসকষ্ট

অগ্নিস্রাব হয় বিশ্বাসী রমণীদের

অপরিণত বোকা কাহিনীর মতো প্রেম গর্ভবতী হয়

আটপৌরে সংসারে নাড়ীর যোগ বলে কিছু হয়না


শূন্যতার আগমনে আক্রান্ত হয় ভালোবাসা

ধূলোর আস্তরণ জুড়ে বিচ্ছেদের বিস্তীর্ণ মাঠ

অসফল ধূসর স্বপ্নেরা চৈত্রের ঝড়ে ঠুংরী গায়

এভাবেই বিশ্বাসের দরজায় হানা দেয় অপরিচয়

আমরা আধুনিক হই

প্রেমের রাস্তায় খেলা করে খোলাম কুচির নিষ্ঠুর আহ্বান

No comments: