কবি রানা জামান -এর একটি কবিতা
ভালোবাসার অন্তর্নিহিত উত্তাপ
ভালোবাসায় অন্তর্নিহিত একটা উত্তাপ আছে
সেই অমোঘ উত্তাপে আবালবৃদ্ধবণিতা
হতে চায় উত্তপ্ত; নিষিদ্ধ গন্ধমের চেয়েও অপ্রতিরোধ্য
আকর্ষণ তাতে; আভাষ পেলেই শত শত লালপরী
নীলপরী চোখের পাতায়; রংধনুর সকল রং
তুলিতে কলমে রাবিন্দ্রিক জীবনানন্দীয় ছন্দ
আর কল্পনায় বৃন্দাবন
আপন গায়ের রক্তে লিখে ফেলা যায় অনায়াসে
শত শত প্রেমপত্র; ভেবে ভেবে মজনু, বা অষ্টম
এডওয়ার্ড হওয়া মামুলি ব্যাপার; তুড়িতে পাহাড়
কেটে রাজপ্রাসাদে দুধের গঙ্গা বইয়ে
দেয়া যায়; কয়েনের এপিট ওপিট পার্থক্যটা
বুঝে না কাব্যিক মন; ভালোমন্দের ব্যালান্সসিট
মগজে পায় না ঠাঁই; একমাত্র ইচ্ছে
বুনো ষাঁড়ের মতন ধায় সামনে; মরা গাছে
পুস্প ফুটলে মধুরেণ সমাপায়েত এবং শান্ত জলে
কোনো ঢেউ এলে ইতিহাসের সেলিম।
Comments