কবি স্বাগতা দাশগুপ্ত -এর একটি কবিতা

 ওগো মাছ



ইলিশের আঁচলেতে সর্ষে ফেলেছে ছায়া

তেলে আর পাতুড়িতে জড়ানো সে কত মায়া।


মুখ ভার কাতলার;তার নাকি নেই দম..

দই দিয়ে রাঁধলে সে যে স্বাদে হয় উত্তম।


ডিম ভরা ট্যাংরা-ভীষণ গুমোর তার

ঝাল ঝোল যাই করো, তাইই হবে চমৎকার।


বাঙালী কাঙালী আজ,

পারে না সে কিনতে-

গলদার হেঁড়ে মাথা চিতলের চিলতে।


তোপসে ফ্যাকাসে পড়ে,

পাবদার জুলুসে ..

পাতেতে আসে না সেতো 

দাম যে আকাশে!


পাতে-তে ভাতে-তে মেখে

নাও যদি পারি খেতে-

ওগো মাছ এসো তবু বাঙালীর স্বপ্নেতে।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ