Monday, August 16, 2021

কবি স্বাগতা দাশগুপ্ত -এর একটি কবিতা

 মহাপ্রস্থান



চার দেওয়ালের খাঁচা থেকে..

পাশবদ্ধ জীব মায়া মুক্ত হতেই পড়ল বেরিয়ে 

ষাট বছরের সঙ্গিনীকে হাসি মুখে আসি বলে চলে গেল।

অন্ধের যষ্টির মত পৌত্রের কাঁধটা আঁকড়ে ছিল কিছুক্ষণ..

তারপর স্নেহ-শিথিল হয়েছে মুঠি..

এসে গিয়েছে মুক্তির বার্তা।

আর তখনই

বৃন্ত চ্যুত ফুল থেকে মেলে দিল প্রজাপতি ডানা

নোঙর ছেঁড়া নৌকা হয়ে ভেসে গেল মহাকালের স্রোতে

সুতো ছেঁড়া ঘুড়ির মতো হারিয়ে গেল অনন্ত আকাশে।

মহাপ্রস্থানের পথে ভ্রমণে- 

একাকী চলে নাদির শাহ্ র দলপতি।

No comments: