Monday, August 16, 2021

কবি অভিজিৎ হালদার -এর একটি কবিতা

 কবিতাই জীবন কবিতাই মরণ




আমার মরণ হবে কবিতার পাতায়
বিরহের কলমে কতই যন্ত্রণা
লিখতে গিয়ে আমার অদ্ভুত চোখ
কিছু যেন একটা খুঁজতে চাই!
আমার যত আশা ভালোবাসা
কবিতাই জীবন কবিতাই মরণ।


আমি মরে যাবো মনের সুখে
আমার যাবতীয় লেখার ভাবনা
কী যেন একটা খুঁজতে চাই!
আমার লেখার অজান্তেই।


আমি সত্যকে আকাশ ছুঁয়ে
দেখতে চায় হৃদয়ের ঘরে।
অসম্ভবকে সম্ভব করে
লিখতে চাই কবিতার মানে।


আমার মরণ হবে বিরহের কলমে
তবুও এ জীবন চলে যাবে
ফাগুনে ফোঁটা নতুন ফুলে,
আমার গোপনীয় রক্ত ক্ষরণে
গোলাপের পাপড়ি কেঁদে ওঠে
গ্রীষ্মের উষ্ণ ভরা দুপুরে।


আমি মরে যাবো বিষ পান করে
তবু মিথ্যা অপমানকে বুকে নিয়ে
ভেসে যাবো নদীর জলে
দিনেদিনে প্রতিদিনে।


আমি প্রকৃতির যন্ত্রণা দেখে
নিয়েছি গলায় ফাঁসির দড়ি,
বেদনার কলমকে সঙ্গী করে
কবিতায় বাঁচবো কবিতায় মরবো।।

No comments: