Monday, August 16, 2021

কবি শ্যামল রায় -এর একটি কবিতা

 ভাবনাটা একাকার হলে



মেঘের শরীর জুড়ে তোমার ভাবনাটা

আমাকে বৃষ্টির ফোঁটা করে দাও

আমি সংযুক্তিকরণ হবো রাঙাপথের জন্য।

বাতাসের কাছে বলবো আমার জন্য দাও

এক নীল আকাশ স্বপ্নপথ

পাশাপাশি হেঁটে গিয়ে হৃদয়ের সাথে মিলবো

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে সূর্য খুঁজে নেব

শুধুই একটু উষ্ণতার জন্য----।

চঞ্চলতা দিয়ে আমি বলবো কৃষ্ণগহ্বর কে

আমি কখনো বিশ্বাস করি না

শুক্লপক্ষের পথ প্রান্তে, দুচোখ বুজে

শুধু নির্ভেজাল বৃষ্টির ফোটায়

চুম্বন এঁকে দেবো--ভেসে যাব নতুন ভ্রমণে

ওখানে কবিতার বর্ণমালায় অক্ষর গুলো

আমাকে তোমাকে ঠিকানা বানিয়ে দেবে।

চিমনির মতো আগুন জ্বলবে না

খিদে মিটে যাবে, দুহাত তুলে সাহস নিয়ে বলবো

এই ঠিকানা লাল পাহাড়ির দেশ হবে

মাদল বাজবে, ঘুমিয়ে পড়বো চোখ বুজে নিঃশ্বাসে

নিঃশর্তে---সাজবাতি নিয়ে জুঁই ফুলে ফুলে।

No comments: