লেখক সুমন সাহার একটি মুক্ত গদ্য
শেফালিকে―হেমন্ত
মিষ্টি হাসি দেয়া একটা শীতবিকেলের মতোই― গুনগুন করে গান গেয়ে প্রেম ঘটে গেলেও আবার রটে যায়! এই নিয়া উটকো হাসাহাসি বাতাসেও ছড়িয়ে যায়। ধরো― শীতরাইতে মুঠোফোনে গান ছড়িয়ে সেই গল্প রোদ্দুরে বসে পাঠ করা যায়। জেনেছি― বিগত দিনে অল্পবয়সির এফ-এন-এফ (Fnf) নাম্বার কুয়াশা হয়ে যেতো। কুয়াশার সাথেই হাসতে হাসতে কতকিছুই মিউজিক হয়ে যায়। চলো, তারচাইতে আবারো ফিতা ঘুরাইয়া সারারাত গান শুনি আর রাঙাই মন― এবং ভুল ভুলি; চিরতরে!
তাড়াহুড়ো করে সকাল রাস্তায় হারিয়ে গ্যাছে কত পাখি―সে কথা ভেবেই আর কি ! সময় নষ্ট করার গল্পগুলা বলে-কয়ে সময় নষ্ট করার চাইতে সময়ের ফাঁক খুঁজে শীত সকাল সাড়ে দশটার দিকটায় গাছের পাতার ফাঁকের রোদ পড়তে পড়তে আবারো সময় নষ্ট করা যেতে পারে―আর সময় নষ্ট করে আনন্দ পাইতে পারি।
কথা― কথা রাখেনি বলে সূর্য, ঘড়ি কোনটাই থেমে নাই, এখনো আমাদের শহরে কুয়াশায় ভিজে আসে শীতের সব্জি, শস্য, শেফালি...। তবুও এই শহরে কেউ-কেউ একা-একা সব্জির বাজারে হাঁটতে হাঁটতে গ্রাম― আর বাল্যকালের দিকে চলে যায়। বলে- কয়ে- লিখে হয় নাই অনেককিছুই সেটাকে পুষতে পারলেই কবিতা হইতো, হয় নাই। অবশেষে, নিজের ভালো নিজেই দেখে― একটা বাই-সাইকেল শীতভ্রমণে যাবার আগে-আগে শেফালির উদ্দেশ্যে হে'মন্ত―
' দেখাতো হবেই; কথাও হবে।'
Comments