কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা
অহরহ দর্শন
পৃথিবীর বুক চিরে যখন কোন নদী এগিয়ে যায়
তার ভাঙ্গা কান্না কেউ শুনতে নাহি পায়,
পৃথিবীর জনকৌশল মাখা রৌদ্র দ্বারে;
মানবের কুল রাখিয়াছে তারে,
তার ভাঙ্গা সেতারের বিহঙ্গী সুর-মায়া ভুলাইবে তাহারে।
পরশের মায়া খেলার স্বাদ হইবে বাদ
আজি অগ্রজ পথিক হইয়া মিলিবে অবসাদ
অপছন্দের কারুকার্যে কেন আজ এত সাজ
ভুল পথে ধাবিছে প্রজন্ম পথ ভাঙ্গা পথে হেঁটে চলে নতুন সমাজ
দখলদারির মনোভাব ভারী,
আগ্রাসী ভূমিকায় তেজিয়া আসিতেছে ঐ কান্ডারী।
কার হাত ধরিয়া জাগিবে পৃথিবী?
তেজ আর লোভে মোড়া ঐ কান্ডারীর মুখে--
কলম ছুঁড়িয়া মারিবে কোন কবি?
বিদ্বেষী মনোভাব নিবে কাড়ি সংযম
বিনোদনের হাটে যাবে ভাসি আমার মা-বোনের শাশ্বত সম্ভ্রম।
Comments