Sunday, August 29, 2021

কবি অভিজিৎ হালদার -এর একটি কবিতা

 বর্ষণ



প্রকৃতির মাঝে চলতে চলতে

            পাখিদের গান শুনতে শুনতে

ফসলের খেত দেখতে দেখতে

            হঠাৎ কখনো জানতে পারিনি!

আকাশের কোণে গভীর মেঘ

            ধীরে ধীরে কালো হতে লেগেছে,

চারিদিকে অন্ধকার হয়ে এসেছে

মনে হয় এখনই গভীর ‌‌বর্ষণ

            আকাশ হতে নেমে আসছে।

শান্ত প্রকৃতির বুক থেকে

            ঝরতে চলেছে গভীর বর্ষণ 

ঠিক এই মূহুর্তে ভেসে আসছে 

দূরে দূরান্তের পশুদের আর্তনাদ

           শুরু হতে লাগলো গভীর বর্ষণ

থেকে থেকে বিদ্যুতের চমকানি ,

           উত্তরের জানালাটার দীর্ঘ শব্দ;

           বাইরের দিকে তাকিয়ে আছি

এখনও ভেসে আসছে আর্তনাদ!

ধীরে ধীরে বর্ষণ কমতে চলেছে

একটু পরে বুঝি থেমে যাবে।

উত্তরের জানালা দিয়ে শীতল হাওয়া

          প্রবেশ করছে কপাটের ফাঁক দিয়ে।

ঠিক এই মূহুর্তে বর্ষণ পুরো কমে এসেছে

বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেছি

চারিদিকে জল আর জল

সমস্ত চাষের খেত জলে ডুবে গেছে।

          বনের পশুরা একহাঁটু জলে

          দাঁড়িয়ে আছে প্রচুর কষ্টে।

          প্রচুর ফসলের কি হয়েছে হয়েছে-

          চেয়ে আছি, কিছু করার নেই

          এটাই প্রকৃতির রীতিনীতি

যেটা চলে আসছে পৃথিবীর সৃষ্টি থেকেই।।

No comments: