Monday, August 9, 2021

কবি সুনন্দ মন্ডল -এর দুটি কবিতা

 বিশ্বস্ত জিজ্ঞাসা


রাতের কালো আঁধার কবে ঘুচবে?

এই প্রশ্ন

মানবিক চেতনায়।


উন্মুক্ত আকাশে জোনাকির মতো

তারারা জ্বলে

কিছুটা আশা জোগায়।


কিন্তু মানুষ বেহিসেবি

অগোছালো

বেদনায় কাতর, 

ভালোবাসায় আতর ছড়ায়।


বর্তমানের আখড়ায়

শুধুই চিল শকুনের টাটকা অভিযোজন।

তাই নিঃস্বার্থ কিছু আশা করা বৃথা

এমনকি বিশ্বস্ত জিজ্ঞাসাও মেলে না। 

----------------------------------------------------------------


             অন্তত

             ‎ 

অভিমানের চাদর

সরিয়ে রেখে ফিরে এসো অন্তত।

একবার ভালোবেসে দেখো

জীবন সত্যের সন্ধান পাবে।


লুকিয়ে লুকিয়ে কখনো বাঁচা যায় না

থাকে না বিলাসিতা।


জিজ্ঞাসু মনে কখনো 

সত্যানুসন্ধানী হওয়া যায় না।


তাই অভিমানটাই সরিয়ে রাখো।

হাত বাড়িয়ে ফিরে এসো অন্তত

অভিমানী,

শরীর ত্যাগের আগে মন থেকে ত্যাগ করো জঞ্জাল।

No comments: