Monday, August 9, 2021

কবি অমিত পাল -এর একটি কবিতা

 বেকারত্বের কর্মফল

                    


বিষন্ন গ্লাসে বিষাদ পানীয়

রাত্রির মৌনতা করুণা চোখ নিক্ষেপ করে৷

আচ্ছা, বরবাদেরও তো একটা সীমানা আছে!

আর কত, আর কত?


মাদক তো মোহের বস্তু 

বিরহকে ঢেকে রাখার শামিয়ানা এটা নয়,

সেটা তো---- হৃদয়ের চাপানুতর আর্তনাদ৷

আর, আর...


নিভৃত চোখেও বেকারত্বের ছাপ,

বিরহ তো আমার বেকারত্বের কর্মফল৷

তবুও পাশে থাকার হুমকি কই?

শুধু নীরব চোখে দাঁড়িয়ে আমার সর্বনাশ৷

No comments: