হে পলাশ
ইঁট কাঠ পাথরে
ধোঁয়া মাখা শহরে
চেয়ে আছে রক্তিম নয়নে
শুধু একটি পলাশ।
আকাশ ছোঁয়া অট্টালিকার পাশে
কোন্ জীবন রসের আশ্বাসে-
আজো তুমি মাথা তুলে-
উদ্ধত পলাশ!!
উদ্ধত তোমার ভঙ্গিমা
পত্রহীন উজ্জ্বল রক্তিমা-
নর-নারী মনে তবু
জাগে না যে শিহরণ..
এখানে নবীন আয়োজন
নিত্য নব প্রয়োজন
পরশপাথর হাতে বসন্ত বন্দনায় --
বৃথা তুমি পরবাসী হে পলাশ।
No comments:
Post a Comment