Monday, August 9, 2021

কবি ইউসুফ মোল্লা -এর একটি কবিতা

 প্রকৃতি


তোমাকে জেনেছি আমি ঝর্ণার মাঝে,

ঝর্ণা যেভাবে পাহাড় বেয়ে নদীতে গিয়ে মেশে।

তোমাকে জেনেছি আমি অরণ্যের ভিতরে,

অরণ্য-এ যেভাবে পাতারা ঝরে ঝরে পড়ে।

তোমাকে পেয়েছি আমি আকাশের মাঝে,

যেখানে নক্ষত্রেরা ঝলমল করে তোমার সাথে।

তোমাকে খুঁজেছি আমি নদীর কাছে,

নদীরাও গল্প করে আমার সাথে।

তোমার চুল পড়ে ছিল পিছন দিকে,

যেভাবে ঝর্ণারা পাহাড় বেয়ে নদীতে গিয়ে মেশে।


No comments: