দেশ মাতৃকার টান
ঐ যে সৈনিকটি দেখছেন,
খাঁকি পোষাক পরা
কাঁধে দেশ রক্ষার ভার
তবু মেরুদন্ড সিধে মাথা উঁচু
চোখে একটুকরো জল ।
মা বাবাকে প্রণাম করে ,
জড়িয়ে ধরলো মা-কে,
আবেগে ভেসে গেলো, মা বললো -
তাড়াতাড়ি ফিরে আসিস....
যদিও তাদের অজানা নয় যে ,
এ মায়ার বন্ধন কাটিয়ে,
তাকে যেতে হবে দূরে,অনেক দূরে....
সীমান্তে থাকতে হবে সদা সজাগ হয়ে,
হতে হবে শত্রুর মুখোমুখি
পাশবিক পরিশ্রম করতে হবে,
এ দেহের উপর দিয়ে অনেক
ঝড় , ভূমিকম্প, সাইক্লোন
বয়ে যাবে।
অনেক মাস পরে বাড়ি ফিরলে
দেখা যাবে তার মন ও শরীরের
অনেক ধোয়া - মোছা হয়েছে,
কিংবা হয়তো অঙ্গহানি।
কোনো কোনো সময় তো শেষ দেখাও,
হয়না, সাদা কাপড়ে মোড়া,
ডেডবডি আসে বাড়িতে,
কখনও কখনও তো দেহও অমিল হয় ।
এভাবেই দেশরক্ষায় শহীদ হয়েছে,
কত লক্ষ লক্ষ প্রাণ, আগ্নেয়াস্ত্রের মাধ্যমে
সম্মান জানানো হয় শহীদদের
কিন্তু যে একবার চলে যায় সে যে আর ফেরে না,
মায়ের শূন্য কোল যে শূন্যই থেকে যায়।
এ কেমন টান !
মায়ের বুক থেকে ছেলে চলে যায় -
দেশরক্ষার ভার নিতে,
হাতে তুলে নেয় আগ্নেয়াস্ত্র,
এ এক বিপুল আকর্ষণ
উপেক্ষা করা যায় না এ টান,
এ যে দেশমাতৃকার প্রতি
বীর সন্তানের টান ।
No comments:
Post a Comment