Monday, August 9, 2021

কবি রফিকুল রবি -এর একটি কবিতা

 অস্পৃশ্য ভালোবাসা



আমি তাকালেই দৃষ্টির সীমানা হয় নীল, 

আকাশ হয় কালো। চলে রং বদলের খেলা। তোমার দিকে তাকালেও তুমি হবে বিবর্ণ!


আমি বৃষ্টি ছুঁলে হয় বরফ, 

রোদে দাঁড়ালে ঘনিয়ে আসে আঁধার, চাঁদ ধরতে গেলেই দেখায় কলংক-

আমি ধরলেই তোমার তুমি হবে

অন্ধকার!


আমি হাঁটলে মাটি পুড়ে হয় ঝামা, নদীর কূলে বসলেই ভেঙে যায়, ভেঙে যায়.. পাড়। 

তোমায় নিয়ে হাঁটবো কেমনে খসখসে রাস্তায়,

কোথাও তোমায় নিয়ে বসবো কোন ভরশায়! 

আমি হাত ধরলেই ভেসে যাবে, হারিয়ে যাবে তুমি জীবনের দুঃখ মোহনায়। 


আমার নিশ্বাসে দগ্ধ হয় বাতাস, আমার স্পর্শে সব পুড়ে হয় ছাঁই। তাই, চাইনা তোমায় দগ্ধ করতে, তোমাকে পোড়াতে, 

চাইনা তোমায় দৃষ্টির সীমানায় আনতে!

তুমি দূরে থাকো, আমার স্পর্শের বাইরে থাকো-

মহাকাল আমি তোমায় ভালোবেসে যাবো

 অন্ধ চোখে!

No comments: