Monday, August 9, 2021

কবি রানা জামান -এর একটি কবিতা

 উড়াতে চাচ্ছি ছাই

 


পুস্পসম সবকিছু ভালো লাগে বেশ

পাথর পেলেই ইচ্ছে করে গুড়ো করে ফেলি

প্যাঁচার ভোঁতা নাক লম্বা করি মনে মনে

পেছনে লেজের অভাব বোধ করি মাঝে মাঝে



উড়াতে চাচ্ছি ছাই

আয়ত্বে কিছুই নাই

খুলছি জটিল গেড়ো

পাচ্ছি না কিছু টেরও


নটে গাছ মুড়িয়ে বানাবো চাঁদে উঠার সিঁড়ি

ভেজাল এড়াতে পান্তাভাত খাবো সারাবেলা

দৃষ্টি শিকলাবদ্ধ করার প্রচেষ্টায় আছি।

No comments: