Monday, August 9, 2021

কবি মানসী ঘোষ -এর একটি কবিতা

 আরো হাসতে হবে, আরোও বেশি বাঁচতে হবে


আমি আমার এই হাসিটুকু সবদিন বজায় রাখতে চাই ,আসলে তা আমার স্বভাবসিদ্ধ। চাইলেও বাদ দিতে পারিনা।

আমার অভাবেও আমি নিরন্তর হাসতে পারি, তাতে তুমি আমায় "অদ্ভুত মানুষ" আখ্যা দিতেই পারো।

আবার যদি কখনো বন্ধুত্ব নামক এই ব‍্যখ‍্যাতীত সম্পর্কের কাছে তীব্রভাবে ঠকে যেতে হয়, তবুও এই হাসিটুকু থাকবেই, তাতে তুমি আমায় ভাবলেশহীন বলতেই পারো।

অথবা যখন আমার প্রাক্তণ এর কথা বলবো কিংবা তার সাথে আমার বিচ্ছেদের কথা ওঠে কখনো তখনও এই হাসিটুকু রাখবো, একটা ছোট্ট দীর্ঘশ্বাস হয়ত থাকতেও পারে, কিন্তু তার মাঝে আমার হাসিটুকু হারাবেনা, বরং হাসির মাঝে দীর্ঘশ্বাসটা হারিয়ে যাবে। এতে তুমি আমায় হৃদয়হীন বলতেই পারো।

আবার ধরো যদি আমার কোনো প্রিয়জনের মৃত্যু হয় সেই মুহূর্তে কান্নার মাঝেও, আমি তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে একবার নিশ্চই হাসবো। তুমি এতে আমায় নিষ্ঠুর বললেও বলতে পারো।

আর যদি জীবনের এই হার -জিত এর বন্ধুর পথে কখনো হেরে যাওয়ার সম্মুখীন হতে হয় , তখনও এই হাসিটুকু বজায় রাখবো তাতে আমায় দায়িত্বজ্ঞানহীন বললেও ক্ষতি নেই। 

আর যখন আমার মৃত্যু খুব কাছাকাছি তখনও এই হাসিটুকু থাকবে।

আসলে সবকিছুতে হেরে গেলেও নিজের কাছে যে হারতে নেই, 

আর এই হাসিটুকুই আমায় অদ্ভুত এক প্রাণশক্তি দেয় আবার জিতে যাওয়ার, আবার বেঁচে ওঠার, আবার এক নতুন প্রারম্ভের। এই হাসি কান্না , সুখ দুঃখের নীলগ্রহে যে হাসিটুকু রাখতে পেরেছি তা অনেক বড় প্রাপ্তির।

No comments: