ভাঙছে বুঝি মনের তীর
লক্ষ জনে শূন্য নীড়
উদাসী এক বাউল বাতাস
তোমার অপেক্ষায় ।
স্তব্ধ প্রবল মন্দে মন্দে
অভিমানীনি দুকুল ছন্দে
বিরহবেদনা লুকায় মুখ
শুধু তোমার অপেক্ষা ।
গুন গুন সুরে গুঞ্জরণ
সূর্যমুখী র আচ্ছাদন
মনোবীনায় বাজে রেশ
তোমার অপেক্ষায় ।
উষ্ণ স্রোতে কাঁপছে শিরা ,
ধমনী ও বুঝি বাঁধনছেঁড়া
অশ্ব খুরের তোলপাড়
শুধু তোমার ই অপেক্ষা ।
শিরায় শিরায় বাহিত কণা
চঞ্চলা মন আনমনা ,
ফটক দিকে নজর যেন
শুধু তোমার অপেক্ষা ।
সূর্য কোথায় দিয়েছে ডুব ,
মেঘে পগার পার ,
রাত্রি এখনো ভীষণ কালো
তোমারই অপেক্ষায় ।
দেখছে সদাই তৃতীয় হাত
বিনা মেঘেই বজ্রপাত
তড়িৎ চুম্বক কলেবর
তোমার ই অপেক্ষায় ।
নামে প্রবল জলপ্রপাত
হাসি নিংড়ে কুপোকাত
সিক্ত নয়নে বাঁচার চেষ্টা
শুধু তোমারই অপেক্ষা ।
No comments:
Post a Comment