পরমায়ুতে
পৌঁছাবে কোন এক শূন্যে হাজার বছর পেরিয়ে!
ভাঙলো সিড়ি নিঃশব্দে নীরবে,
হিসেবের কিছু রয়েছে বাকি,
আজও দিনমান অপেক্ষায় থাকি!
যাক স্তব্ধ হয়ে এ জন্মের মত,
রইল কিছু চাওয়া পাওয়া।
দুটি চোখ ঢেকে রাখি।
উজ্জ্বল যা কিছু আজ ম্রিয়মান।
যন্ত্রণার আয়ু বুঝি পরমায়ুতে।
No comments:
Post a Comment