মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
ঘুম নয়, ঘাপটি
সব'ত জানেন তবু কেন
মেরে থাকেন ঘাপটি
ছোবল যখন তোমার দিকে
তুলবে জাত সাপটি
ঘুমের ভান যাবে ছুটে
বন্ধ খাওয়া লুটেপুটে
রাস্তা খুজে পাবে নাকো
চেয়েও হাজার মাটি
বন্ধ করে ওঠো জেগে
ঘুমের মানে ঘাপটি।
Post a Comment
No comments:
Post a Comment