নীরজের স্বপ্ন
একটা স্বপ্ন --
একটা স্বপ্ন সত্যি হবার
জাতীয় সঙ্গীত বাজার
তেরঙ্গা আকাশ ছুঁয়ে থাকার
সোনার পদক থাকবে গলায়
পাণিপথ থেকে টোকিও
অনেক বছরের সফর
বল্লমের উড়ান হাওয়ায় ভেসে
সবুজ ঘাসের বুক স্পর্শের
এগিয়ে থাকার, এগিয়ে রাখার
দেশের সম্মান তুলে ধরার
আজ স্বপ্নপূরণের সে দিন
আমাদের ভারত মহান।
No comments:
Post a Comment