Monday, August 9, 2021

কবি রোহন মণ্ডল -এর একটি কবিতা

     পতিতা



আমি এক অন্যায়ের শিকার, আমি এক ক্লেদক্ত সমাজের ফসল

আমি এক অসুস্থ সভ্যতার দুহিতা, আমি আজ একজন পতিতা। 


আমি একরাশ দারিদ্রতা আর চোখের রঙিন স্বপ্ন নিয়ে হয়েছি সমাজচ্যূত, 

শুধু বেঁচে থাকার আশা নিয়ে ধরতে চেয়েছিলাম বিশ্বাসী মানুষের হাতদুটো। 

কিন্তু হায়, সরলতা আর অসহায়তার সুযোগ নিয়ে ওরা আমাকে করেছে পন্য। 


আজ ক্রেতারা মহান, বিক্রেতাও হয়েছে সাধু, আর আমি

পেলাম শুধু ঘৃন্য এই জীবন। 

 নেকড়ের দাঁত আর হায়নার থাবায় প্রতিদিন নিষ্পেষিত হতে হতে আমি শুধু বলব, 

 "আমি ছিলাম নারী তোমাদের দয়ায় আজ আমি একজন পতিতা। 

 কিন্তু তোমাদের ভবিষ্যত প্রজন্মের প্রতি যেন কেউ না করে এরূপ দাক্ষিণ্যতা।" 



No comments: