হঠাৎ একদিন
ধরো , আজ থেকে বছর পনেরো পর..
কোন এক গভীর রাতে পাশে রয়েছে তোমার ঘুমন্ত স্বামী।
তার চোখের আড়ালে যদি তোমার মন চায়,
তুমি খুলবে আমার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক প্রোফাইল।
দেখতে পাবে একটা ফোকলা হাসি দিয়ে রয়েছে আমার ডিপি,
এবাউট এ দেখতে পাবে কোনোএকদিন সন্ধ্যাবেলায়
তোমার বলা সেই কথাটি।
আরো কতকিছু অমুক-তমুক ........
হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবে হয়ত আমার লাস্ট সিন 2 মিনিট আগে ,
তোমার হয়তো খুব ইচ্ছা করবে একটা সিঙ্গেল মেসেজ করার।
কিন্তু ভবিষ্যতের আর বাস্তবতার কথা ভেবে,
তুমি পারবেনা মেসেজ করতে।
ফেসবুকে পোস্ট করা ছবিগুলো দেখে,
তুমি হয়তো ভাববে আমি খুব ভালো আছি।
তুমি হয়তো ভাববে তোমার থেকে অনেক ভালো একজনকে পেয়েছি।
সেদিন হয়তো তোমার একটা ফুটফুটে খোকা বা খুকি হবে,
তোমার অপত্য ও স্বামীর সাথে তুমি রাত্রিযাপন করবে।
সেদিন হয়তো তুমি, আমার দেয়া কষ্টগুলো ভেবে আমাকে
ভোলার চেষ্টা করবে,
আমার করা ফালতু ফালতু মেসেজ গুলো পড়ে তুমি কাঁদবে।
তুমি হয়তো ভাবে আমি তোমাকে ভুলে গেছি,
কিন্তু না, তোমার আইডিটি থাকবে হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে পিনে।
তোমার সামনে ফুটে ওঠা আমার হাসি মুখের ছবি গুলোর মাঝে,
তুমি কি খুঁজে পাবে কোন হতাশা.?
এটা তো কাল পনেরো বছর পরের কথা,,
যতদিন বাঁচবো, যদি তুমি ভালো থাকো ,
আমিও ভালো থাকবো .....
সেটা তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো...।
No comments:
Post a Comment