Monday, August 9, 2021

কবি মিঠুন রায় -এর দুটি কবিতা

 কল্পিত ইমারত 



গভীর তন্দ্রায় মিশে যাচ্ছে 

জেগে থাকার অনুভূতি, 

সিঁড়ি ভেঙে মাটি ছুঁতে চায় স্বপ্নরাশি,

বনস্থলী জুড়ে আছে এক সংকীর্ণ মেঠোপথ, 

সেখানে নেই কোন মিথ‍্যার ফুলঝুড়ি,

নেই কপটতার মায়াবী ভূষণ, 

বাতাসের গায়ে লেপ্টে আছে শিমুল তুলোর স্পর্শ।


ভোরের পৃথিবী জুড়ে বসন্তের ভালবাসা কেমন ছড়িয়ে পড়ে, 

অনুরাগে ফুলের রেণু ছড়িয়ে পড়ে নিজস্ব মুদ্রায় ,

স্তব্দ পাহাড়ের শিখরে,

মেঘের কার্ণিশে সেজে ওঠে 

সে কোন্ কল্পিত ইমারত!


__________________________________________


দিগন্ত 



প্রতিটি দুঃখের ভেতর লুকিয়ে থাকে এক চিলতে নদী,

যে নদীর গহীনে লুকিয়ে আছে অশ্রু, দুঃখের দিনলিপি।


মেদ বহুল সমাজ কলঙ্ক লেপে দিচ্ছে জীবন গাঁথায় প্রতিনিয়ত, 

উন্মনা বকুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে দুঃখের নির্যাস।


শুধু মাঝে মাঝে ভেসে ওঠে ইতিহাস,

 রঙ-বেরঙের দিগন্ত

No comments: