Monday, August 9, 2021

কবি মিলি দাস -এর একটি কবিতা

 দোষ করেছ


হঠাৎ কেন অন্ধকারে ভয় পেয়েছ

মানুষ তুমি মানুষ হয়ে দোষ করেছ?

সমুদ্রে আর জঙ্গলেতে বেশ মিলেছ

বিনা স্নানে আঁশটে গন্ধ তাও মেখেছ।


ছোবল দেবে জেনেও তুমি রাত জেগেছ

পরস্পরের আলিঙ্গনে বিষ ঢেলেছ

ঘুমন্ত সেই আলগা বুকে ঘুমিয়েছ

হঠাৎ কেন অন্ধকারে ভয় পেয়েছ?


শরৎ ভোরে শিশির পায়ে পথ হেঁটেছ

বিষন্নতার স্বপ্ন জুড়ে জাল বুনেছো

নীলচে ঘাসের ফুলের বনে তাও খুঁজেছ

এত কিছু করেও তুমি দোষ করেছ?



No comments: