সন্তাপ
এই যে এত ভয়, শরীর-দেহ-মন, কচুকাটা
নিত্য, ঠাকুরঘরে পঞ্চপ্রদীপ---তেল-ঘি, সলতের পর সলতে...
উপরেও যা পাবো নীচেও পাবো তা--- তবুও পটাপট কাঠি জ্বেলে,বল্কল সন্ন্যাসীর মতো দেখি
জন্ম একটা মুখোশ,মৃত্যুতে তা পোড়ে,
মাঝের সময়টুকু ছাগসঙ্গীত।
এই সবকিছু জেনেও লাট্টু-লেত্তি ঘুরিয়েই চলি।
বকলমে প্যাঁচ-পয়জার খিঁচে-খিঁচে মগডালে উঠে বসতে চাই।
ঠিকানা আমার লেখা হয়নি আজও
বজ্রমেঘে পড়ছি তার রূপ।
খোসার কষ্ট অভিমান স্যাঁতলে ধ্রুবপদ রচনা করা ভুলে যাচ্ছি ক্রমশ। বুঝতে পারছি,
চলনবিলের নৈর্ঋত কোণে বসে থাকার দিন ফুরিয়ে এল আমার।
No comments:
Post a Comment