যাত্রী
মনে হয় প্রাণ এক
দূর স্বচ্ছ সাগরের কূলে
নিয়েছিল কবে জন্ম !
তা যেন আজ
মৃত্যুহীন, জন্মহীন, চিহ্নহীন ৷
এসেছি কাকে চেনার জন্য !
পৃথিবীকে ? আকাশকে ? বৃষ্টিকে ?
নাকি সর্বশক্তিমান সূর্যকে ?
বস্তুত এসেছিলে
শুধু চিনতে মনুষ্য প্রকৃতিকে ৷
সৃষ্টির পূর্বে ছিল শুধু
এক অপরিণত মন,
পরিণত হল তা
ধরার এক অমূল্য রতন ৷
রজনীর দিকে মন
যেতে চায় প্রেমে,
তবে অবচেতনে তা চায়
যাত্রী হয়ে ৷
No comments:
Post a Comment