Monday, August 9, 2021

কবি মীনা সাহা -এর একটি কবিতা

 বিষাদের ঢেউ



যুগান্তের অন্ধকার মেখে ফিরে যায় প্রেমিক পুরুষ

পড়ন্ত বিকেলের সে রোদ ছুঁয়ে যাচ্ছে অগণিত ঢেউ

পথের ভুলে মরু-প্রান্তর সেজেছিল জলাভূমি

শুকনো পাতার ঝরেপড়া শোকে আহত পাখি ডেকেছিল বনে

রাতের ভাষা নীরব হলে একাকী রাত বলেছিল কথা

দিনের আলোয় ভিজে ভিজে তারাদের বাতি জ্বলেছে কি আজ

ভুলেও বেহাগ ব্যথা জানা হবে না তো কারো

বিষাদে বিষাদে কেটে যাবে শোক

তারার ভাষা হয়েছে আজ নীরব হাজার কথার ভিড়ে

শুধু আলোর বাতিতে সেজে সেজে

অতলান্ত ভুবন দেবে সে পাড়ি

মিটি মিটি আকাশের দিকে চেয়ে চেয়ে ....

No comments: