Monday, August 9, 2021

কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা

 মহানির্বান



হাওয়ায় রোজই পাক খেয়ে যায় রাতের পাতার মোহ,ঘুমতে চেয়ে কেউ কেউ তাই 

অন্ধকার বালিশে করে জড়ো

পান্ডুলিপির ভেতর জুড়ে কতো

শব্দেরা করেছে পায়চারি

অজস্র ক্ষত চিবুক শুধু জানে

পাহারায় ছিল অযূত নখ দাড়ি

পুড়িয়ে ফেলে বধির জ্ঞানে

ভেতর জুড়ে অনেক নদীর খেলা

আকন্ঠ এক ছন্দে ডোবানো চোখ

পাক খেয়ে ওঠে মুহুর্ত আর বেলা

মেঘের খাঁচে পর্দা এঁকে দিলে

দিনরাত্রি শিরায় শিরায় নামে

অহংকার ও পুড়িয়ে মারে গাছ

অমাবস্যা শূন্য জানলার কাচে

কেমন করে পাতার পর পাতা

জ্যামিতির ঘর চাঁদা মেপে মেপে

বুকের ভেতর দুর্বলতা সয়ে

মহানির্বানে চোখ গিয়েছে ঢেকে।। 


No comments: