ঝোঁক
পাতার পর পাতা মাঝের কিছুদিন সভ্য ঘুমচোখে শান্তিভাব
রাত্রি গাঢ় তবু এ হেন শৈশব ঘাঁটছে অ্যালবাম বাস্তুসাপ
ফুটকি বাড়িঘর নদীরা হাত নাড়ে লাজুক পাতা আর আগুন শব
প্রতিটিক্ষণ জানে আসলে হিজিবিজি মধুপে রমনীয় আস্ত ঢপ
ফালতু জেগে থাকা নাছোড় মলমাসে বৃত্তে এককোণে শুকনো বিষ
জীবন চেটে খাই ব্যস্ত রাজপথে ঘুরছি এলোমেলো অহর্নিশ
যেভাবে শেষ শুরু বাড়ছে বুনো ঝাউ দেহাতি একমনে শুনছি গান
উল্টো হাত মুছি ভাবনা নীলাকাশ স্বপ্নে আনমনে অনির্বান
অথচ সামাজিক অথচ ক্রমাগত অথচ রাত দিন আয়ুক্ষয়
ব্যাপক লেখালেখি ব্যাপক বারোমাস ব্যাপক কবি কবি গল্প নয়।
No comments:
Post a Comment