ভালোবাসা ঘূর্ণায়মান হয়না
বেঁচে থাকা আর মৃত্যু সংযুক্ত করতে করতে হেঁটে যাচ্ছি
কখনো রোদ্দুরের ভেতরে বা কখনো বৃষ্টির ভেতর
এইভাবে এলোমেলো হয় মন
তবুও পড়ার টেবিলে তোমার চোখ
আমাকে ভিজিয়ে দেয় উষ্ণতা দেয়
এইসব কথাগুলো লাট্টুর মত ঘুরপাক খেলেও
আনন্দ এলে ভালো লাগে, আবার যন্ত্রণার মধ্যে
মৃত্যুটার রকমভেদ উঁকি মেরে যায়
এখানেই জীবনের উতাল পাতাল।
জীবন তো শরীরের এক-একটা কোষ
এক-একটা সুতোর মতো জীবনযাপন
পরিক্রমা হয়, ভালোবাসাবাসিতে।
জীবনের নানান কথা অক্ষরে অক্ষরে পরিধি গড়ে
সম্পূর্ণ হয়, নিটোল একটা জগতের কথা।
নিঃশ্বাস ফেলি, আলোকিত কথার শব্দে শব্দে
তুমি অন্য পথে হাঁটলে, হোঁচট খেতেই হবে
গোপন থাকে না কোন কিছু, আমার ভাবনাগুলো
তোমার কাছে স্পষ্ট হলেও আমি বুঝি
তুমিতো নতুন তুমি, হারানোর যন্ত্রণা থেকে
তুমি পুষ্পে পর্নে পূর্ণ থেকে যেও
আমি ঘুমাতে পারবো সারাটি রাত।
No comments:
Post a Comment